বিভিন্ন কাজের জন্য বা জরুরি প্রয়োজনে আপনার জাতীয় পরিচয় পত্র বা এন আইডি কার্ড চেক করার প্রয়োজন হতে পারে তো আজকে আমরা দেখব কিভাবে এনআইডি কার্ড ভোটার আইডি কার্ড অনলাইনে চেক করা যায়।

আপনি নতুন ভোটার হয়েছেন কিন্তু এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড অনলাইনে আছে কিনা আপনি জানেন না তো এর জন্য চেক করতে হবে অনলাইনে। আপনি কিভাবে অনলাইনে চেক করবেন আসুন এই ব্লক বা আর্টিকেল এর মাধ্যমে আপনি সম্পূর্ণ জিনিসটি চেক করতে পারবেন । নির্বাচন কমিশন কর্তৃক ভোটার আইডি কার্ড চেক ওয়েবসাইটের মাধ্যমে।

কয়েকটি মাধ্যমে বা অনেক উপায়ে ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড চেক করা যায়ঃ

১। ভোটার আইডি কার্ড চেকিং অ্যাপ। অ্যাপস এর মাধ্যমে এন আই ডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে আপনার নাম পিতা-মাতার নাম ও ছবি দেখতে পারবেন।

২। জাতীয় পরিচয়পত্র এনআইডি সার্ভার ব্যবহার করে। এখানে একটি মোবাইল ও ফেস ভেরিফিকেশন এর মাধ্যমে লগইন করে এনআইডি সার্ভার থেকে এনআইডি কার্ড এবং সকল তথ্য পাওয়া যাবে।

আমরা প্রথমেই দেখব নতুন ভোটার নিবন্ধন হওয়ার পর আপনাকে যে ফর্ম নাম্বার দিবে সে ফোন নাম্বার অনুসারে আপনার ভোটার আইডি কার্ড রেডি হয়েছে কিনা বা প্রস্তুত হয়েছে কিনা সেটা চেক করব।

ফর্ম নাম্বার দিয়ে এনআইডি কার্ড চেক করার নিয়মঃ

ফর্ম নাম্বার দিয়ে এনআইডি কার্ড চেক করার জন্য আপনাকে অবশ্যই নিচের ধাপগুলো ফলো করতে হবেঃ


১। এনআইডি সার্ভার ওয়েবসাইট বা অফিসিয়াল ওয়েবসাইট https://services.nidw.gov.bd/nid-pub/ ভিজিট করে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন
২। তারপর জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বরটি দিয়ে দিবেন, জন্ম তারিখ টি সঠিক করে দিবেন, ক্যাপচাটি সঠিক ভাবে পূরন করে সাবমিট বাটনে ক্লিক করুন। আপনি ফর্ম নম্বর এর পূর্বে NIDFN লিখে তারপর ফর্ম নাম্বারটি লিখেন কোন স্পেস ছাড়া যেমন উদাহরন স্বরূপ দেখানো হলো। যেমন NIDFN12345678
৩। ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন
৪। এনআইডি কার্ড যদি রেডি হয়ে যায় বা প্রস্তুত হয়ে যায় তাহলে সেখানে আপনাকে ঠিকানা সিলেক্ট করার অপশন দিবে।
৫। ঠিকানা দিয়ে বর্তমানে স্থায়ী ঠিকানা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য জাস্ট ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপির জন্য একটি মোবাইল নাম্বার ব্যবহার করুন যা আপনার কাছে থাকতে হবে আপনার মোবাইলে যে 6 সংখ্যার কোডটি যাবে দিযে ভেরিফিকেশন করে মোবাইলে এনআইডি অ্যাপসটি ডাউনলোড করুন এবং মোবাইলে মাধ্যমে অ্যাপস এর মাধ্যমে আপনার ফেসবুক ভেরিফিকেশন করুন করার সাথে সাথে এন আইডি সার্ভার ড্যাশবোর্ড চলে আসবে সেখান থেকে ডাউনলোড এনআইডি কার্ড এই ক্লিক করে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিন।

আপনার ফরম নাম্বার হারিয়ে ফেললে বা ভোটারদের স্লিপ সেটি হারিয়ে ফেললে করণীয় কি?

আপনার ভোটার স্লিপ নাম্বার হারিয়ে ফেলছেন এখন আপনি খুবই টেনশন এ আছেন?।
না কোন টেনশন করবেন না এর জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে যার ব্যবহার করে আপনি ভোটার এনআইডি কার্ড নাম্বার চেক করতে পারবেন।

নতুন ভোটার হয়েছেন কিন্তু আপনার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি নাম্বার এন আইডি কার্ড হাতে পাওয়ার আগেই আপনার যদি ভোটার স্লিপ বা ফর্ম নাম্বার হারিয়ে যায় এক্ষেত্রে আপনি কি করতে পারবেন না কি করবেন কিভাবে সংগ্রহ করবেন আপনার ভোটার আইডি কার্ড তার বিস্তারিত আলোচনা করা হবে।

আপনি আপনার উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন সেখানে আপনার ভোটার এলাকার নাম অনুসারে অনুসারে ভোটার লিস্ট দেওয়া থাকে সে ভোটার লিস্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দিতে পারবে তারা আর এনআইডি নাম্বার এবং সব তথ্য।

নতুন ও পুরাতন আইডি কার্ড চেকঃ

এনআইডি https://services.nidw.gov.bd/nid-pub/ ওয়েবসাইটের মাধ্যমে নতুন পুরাতন আইডি কার্ড চেক করা যায়। এই জন্য আপনাকে ওয়েব সাইটটিতে ঢুকে রেজিষ্টেশন অপশন এ ক্লিক করে নিউ রেজিস্ট্রেশন করে এরপর এনআইডি নাম্বার ও জন্ম তারিখ দিয়ে স্টেপ বাই স্টেপ ফেস ভেরিফিকেশন ব্যবহার করে আপনার প্রোফাইলে লগইন করতে হবে। এরপর আপনার প্রোফাইলের বিস্তারিত সবকিছু দেখতে পাবেন।

যারা নতুন ভোটারের জন্য নিবন্ধন করেছেন ঠিক একইভাবে আপনারও নতুন ভোটার আইডি কার্ড এভাবে চেক করতে পারবেন।

ভেরিফিকেশন বা এনআইডি সার্ভার ব্যবহার করে কিভাবে করবেন তার ছবি সহকারে নিচে দেখানো হলো।

ধাপ:১: Account Registration System:

আপানি প্রথমে NID Official Website https://services.nidw.gov.bd/nid-pub/ টিতে প্রবেশ করবেন। রেজিষ্টেশন করুন অপশনটিতে ক্লিক করুন। নিচের ছবিটি দেখুন।

এরপরে আপনি আপনার ফর্ম নাম্বারটি দিয়ে দিন তবে ফর্ম নাম্বার এর পূর্বে NIDFN লিখুন। যেমন: NIDFN1234567896 ঠিক এভাবে। তারপর জন্ম তারিখ ও ক্যাপচাটি সঠিকভাবে পূরন করে দিন। নিচের ছবিটি দেখুন।

এরপর আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা দিয়ে পরবর্তী বাটনে চাপুন। নিচের ছবিটি দেখুন।

আপনার একটি সচল ফোন নাম্বার দিন এবং আপনার ফোনটি সাথে রাখুন। আপনি চাইলে নতুন একটি ফোন নাম্বার ব্যবহার করতে পারেন জাস্ট ওটিপি পাঠানোর জন্য।

এবার আপনাকে একটি কোড পাঠানো হবে আপনার দেয়া নাম্বারটিতে। কোডটি দিয়ে পরবর্তী ধাপে চলে যান।

পর্যায়ে আপনাকে একটি এপস ডাউনলোড করতে বলা হবে। যদি আপনি আগে থেকে ডাউনলোড করে থাকেন তাহলে লাগবে না। আর যদি না করেন তাহলে করে নিন। Palystore এ গিয়ে search করুন: NID Wallet । এপস টি ডাউনলোড করে এ কোডটি স্ক্যান করেন। তারপর আপনার ছবি সামনে, ডানে, বামে করে ছবিটি সঠিক করে দিলেই আপনার ছবিটি নিয়ে নিবে। এরপর আপনার ওয়েবসাইটটিতে বাকী কাজ করুন স্টেপ বাই স্টেপ করে যান।

সর্বশেষ একটি ড্যাশবোর্ড আসবে সেখানে Download NID তে ক্লিক করে কার্ডটি ডাউনলোড করুন।

এনআইডি প্যাকেজ সুবিধাঃ

অনেক ধরনের প্রতিষ্ঠান আছে এগুলো হচ্ছে গোয়েন্দা সংস্থা, ব্যাংক, বীমা, পুলিশ ও অন্যান্য প্রতিষ্ঠান জাতীয় পরিচয় পত্রের জন্য নির্বাচন কমিশন থেকে সরবরাহক করে এনআইডি ভেরিফিকেশন সফটওয়্যার ব্যবহার করতে পারে । এই সফটওয়্যার এর অনুমতি বা প্যাকেজ কিনতে আপনিও পারেন যেটা হচ্ছে porichoy.gov.bd এই ওয়েবসাইটটির থেকে আবেদন করে প্যাকেজ কিনে আপনিও তার সুবিধা নিতে পারেন।

SMS এর মাধ্যমে নতুন ভোটার আইডি কার্ড চেক করার নিয়মঃ

এসএমএস এর মাধ্যমে নতুন ভোটার আইডি কার্ড চেক করার জন্য আপনার মেসেজ অপশনে দিয়ে প্রথমে লিখতে হবে NID স্পেস দিয়ে লিখতে হবে ফরম নাম্বার ও জন্ম তারিখ লিখে (জন্ম তারিখ ফরমেট day mm yy) 105 নম্বরে পাঠিয়ে দিন। আপনাকে একটি রিটার্ন মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে এবং এনআইডি নম্বর সহকারে এস এম এস টি তে দিয়ে দিবে।

আপনারা যারা ভোটারের জন্য নিবন্ধন করেছেন কিন্তু পরিচয় পত্র এখনো হাতে পাননি তারা মোবাইল এসএমএস এর মাধ্যমে চিনে নিতে পারবেন আপনার ভোটার আইডি নম্বর এবং এনআইডি টি ব্যবহার করে আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন।

আপনি অনলাইন থেকে ভোটার স্লিপের মাধ্যমে ও জাতীয় পরিচয়পত্র নাম্বার সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে ডাউনলোড করতে পারেন ।

NID number check by sms with format:

NID <Space> Form NO<Space> DD-MM-YYYY লিখে 105 নাম্বারে পাঠিয়ে দিলেই রিপ্লে SMS এ আপনার এনআইডি নাম্বারটি জানিয়ে দেয়া হবে।

মোবাইল অ্যাপস দিয়ে ভোটার আইডি কার্ড সেক্স করার নিয়ম।

আপনাকে মোবাইলের প্লে স্টোরে গিয়ে Online GD App টি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। এরপর নিবন্ধন অপশন এ গিয়ে এনআইডি নাম্বার ও জন্ম তারিখ ব্যবহার করে আপনার আইডিকার্ডটি চেক করতে পারেন।

নাম ও ঠিকানা দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই করার পদ্ধতি

আপনার শুধুমাত্র নাম ঠিকানা দিয়ে জাতীয় পরিচয়পত্র বের করতে পারেন। ভিজিট করুন https://ldtax.gov.bd/citizen/register এ ওয়েবসাইটটিতে। নাগরিক নিবন্ধন অপশন থেকে মোবাইল নাম্বার, জাতীয় পরিচয় পত্র নাম্বর, জন্ম তারিখ লিখে পরবর্তী অপশনে গিয়ে মোবাইল নাম্বারে আসা ওটিপি দিয়ে একাউন্ট ভেরিফিকেশন করুন। প্রোফাইলে লগইন হয়ে গেলে জাতীয় পরিচয়পত্র যাচাই তথ্য করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here