নতুন জন্ম নিবন্ধন বা পুরাতন জন্ম নিবন্ধন করা কোন তথ্য পরিবর্তন বা ভুল থাকলে খুব সহজেই অনলাইনে সংশোধনী আবেদনের মাধ্যমে তিন থেকে চার দিনের মধ্যে আপনি ঘরে বসেই আবেদন করে করতে পারেন।

আপনার অনলাইনে সংশোধনী আবেদন হয়ে গেলে আবেদন কপিটি সাথে কিছু ডকুমেন্টস নিয়ে আপনার ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশন এ গিয়ে জমা দিতে হবে। নিচে তার বিস্তারিত নিচে দেয়া হলো।

আপনার জন্ম নিবন্ধনে যেকোনো ধরনের ভুল থাকুক না কেন যেমন বাংলা এবং ইংরেজি কোন ব্যাপার না। আপনি মুহূর্তের ভিতরে অনলাইনের মাধ্যমে ইংরেজি ও বাংলা দুটোই সংশোধনের আবেদন করতে পারবেন।
জন্ম নিবন্ধন এর তথ্য সংশোধন 2024 এর সকল আপডেট সব তথ্য অনুযায়ী সংশোধনের জন্য নিচে আলোচনা করা হয়েছে।

প্রথমত আমরা দেখব জন্ম তথ্য সংশোধন এর আবেদন পদ্ধতি।
আসুন দেখি অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম।

ধাপ ১।

আপনাকে প্রথমে জন্ম নিবন্ধনের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক https://bdris.gov.bd/br/correction এই ওয়েবসাইটটিতে ভিজিট করলেই নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দেওয়ার অপশনটি আসবে।


ধাপ ২। নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে তথ্য বের করুন।


এখন আপনি আপনার জন্ম নিবন্ধনের নম্বরটি এবং জন্ম তারিখ বসিয়ে ও ক্যাপচা টি পুরন করে অনুসন্ধান বাটনে ক্লিক করুন। আপনার নিবন্ধনের তথ্য এবং আপনার নাম সহ চলে আসবে। নির্বাচিত করুন ঘরটিতে ক্লিক করুন এবং কনফার্ম করুন।

ধাপ ৩। সংশোধিত তথ্য নির্বাচন করুন।

সংশোধিত তথ্য নির্বাচন:

বিষয়চাহিত সংশোধিত তথ্যসংশোধনের কারন
নাম ইংরেজিতেAMINA BEGUM EIVAভুল লিপিবদ্ধ করা হয়েছিলDelete
পিতা ও মাতার কততম সন্তান1ভুল লিপিবদ্ধ করা হয়েছিলDelete
পিতার নাম ইংরেজিতেMD SALIMভুল লিপিবদ্ধ করা হয়েছিলDelete
মাতার নাম ইংরেজিতে RINA BEGUMভুল লিপিবদ্ধ করা হয়েছিল
Delete
(উপরোক্ত ছবিটির তথ্য পুরোপুরি দেখা যাচ্ছে না বিধায় উক্ত ছকটিতে দেখানো হয়েছে)

এ পর্যায়ে আপনি যে তথ্যগুলো সংশোধন করতে চান সেই তথ্যগুলো সংশোধন করার জন্য বিষয়টা বিষয়টা সিলেক্ট করুন যেমন আপনার ইংরেজি নাম, আপনি আপনার পিতা ও মাতার কততম সন্তান, পিতার নাম ইংরেজিতে, মাতার নাম ইংরেজিতে ও বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম স্থানের ঠিকানাটি সঠিক করে দিয়ে দিন।

সংযুক্ততে ক্লিক করে আপনার পিতার ন্যাশনাল আইডি কার্ড, মাতার ন্যাশনাল আইডি কার্ড, আপনার বাংলা করা জন্ম নিবন্ধনটি ও সার্টিফিকেট (যদি থাকে ) আপলোড করে দিন।

আবেদনকারীর তথ্যে নিজ সিলেক্ট করে আপনার ফোন নম্বরটি দিয়ে ওটিপি পাঠান বাটনে ক্লিক করুন । আপনার কাঙ্খিত নম্বরটিতে কোডটি চলে আসবে। কোডটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।

আপনার জন্ম নিবন্ধনটি যদি সম্পূর্ণ বাংলায় হয়ে থাকে এখন আপনি যদি সম্পূর্ণ বাংলাকে ইংলিশে কনভার্ট করতে চান তাহলে আপনি উপরের নিয়মে সংশোধনী আবেদন করে বাংলা জন্মনিবন্ধকে ইংরেজিকে কনভার্ট হয়ে গেল।

যদি আপনার বাংলা নামে ভুল থাকে তাহলে বাংলা নামটিও সঠিক করার জন্য ইংরেজির সাথেই সংশোধনী আবেদন করতে পারবেন। আবার আপনি যদি জন্ম তারিখ সংশোধন করতে চান তাও একটি সংশোধনী আবেদন এর মাধ্যেমেই করতে পারবেন। তা নিচে দেওয়া হল যেমন:

আবার আপনি যদি আপনার পিতা ও মাতার বাংলা নামে কোন পরিবর্তন আনতে চান আপনার পিতা ও মাতার এনআইডি কার্ড অনুযায়ী তাহলে জাস্ট আপনার পিতার নাম বাংলায়, এবং মাতার নাম বাংলায় বক্সটি সংযুক্ত করে নিবেন নিচের দেওয়া হলঃ


বিশেষ দ্রষ্টব্যঃ আপনি যদি জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সংশোধন করতে চান তাহলে আপনাকে সুনির্দিষ্ট দলিল বা কাগজপত্র বা সার্টিফিকেট বা এনআইডি কার্ড এর ডকুমেন্ট বা নথিপত্র দেখিয়ে তারপরে আপনি জন্ম নিবন্ধন জন্ম তারিখের সংশোধনের আবেদন করতে পারবেন।

ধাপ ৪: ঠিকানা লিখুন:

এবার জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা গুলো আপনার এনআইডি কার্ড অনুযায়ী বা পিতামাতার আইডি কার্ড অনুসারে সন্তানের টা দিয়ে দিন।

সংশোধনের ক্ষেত্রে যেসব কাগজপত্র বেশী প্রয়োজন হয়:

১. সার্টিফিকেট
২. পিতা মাতা নেন আইডি কার্ড।
৩. বাংলা জন্ম নিবন্ধন কপি

উপরোক্ত তথ্যগুলো আপলোড করে দিবেন অবশ্যই তথ্যগুলো 2 এমবি এর মধ্যে হবে এর উপরে গেলে তথ্যগুলো সাবমিট হবে না।

ধাপ ৫: পেমেন্ট :

আপনি ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে ডিজিটাল মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট দিয়ে দিতে পারবেন । আবেদনটি সাবমিট করার পরেই পেমেন্ট নামে একটি অপশন দেখতে পাওয়া যায়। ঐখানে চাপ দিলে আপনাকে পেমেন্ট করার অপনশনে নিয়ে যাবে এবং প্রয়োজন অনুযায়ী স্টেপগুলো ফলো করে পেমেন্ট আপনি নিজেই করে দিতে পারবেন।

চুড়ান্ত ধাপ:

এবার জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন কপিটা প্রিন্ট করে নিয়ে আপনার নিকটস্থ অফিস সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় গিয়ে আবেদন ফর্মটি জমা দিন । আপনাকে 3-4 দিনের মধ্যে আপনাকে অরিজিনাল কপি দিবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here