nid service

আপনি অবশ্যই জাতীয় পরিচয়পত্রে রেজিস্ট্রেশন করতে চান এবং এর প্রোফাইলে কি আছে সবকিছু দেখতে চান অথবা আপনার জাতীয় পরিচয়পত্র কপিটি ডাউনলোড করতে চান বা যাচাই-বাছাই করতে চান তাহলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আজকে আমরা এনআইডি কার্ডের পুরো সেবা পেতে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করার যে নিয়ম বা সিস্টেম তা নিয়ে আলোচনা করব।

আমাদের বিভিন্ন কাজের জন্য অফিসের, পাসপোর্ট, ব্যাংক, বিমা ইত্যাদি কাজের জন্য এনআইডি কার্ড যাচাই বাচাই প্রয়োজন হয়ে থাকে। এরকম বিভিন্ন ধরনের সেবা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে এনআইডি কার্ড এর ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এনআইডি কার্ডের সকল তথ্য পেতে এনআইডি ওয়েবসাইট একাউন্ট রেজিস্ট্রেশন ছাড়া অন্য কোন উপায় এনআইডি কার্ড এর তথ্য পাওয়া সম্ভব হবে না । তাই অবশ্যই রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক।

NID একাউন্ট রেজিস্ট্রেশন করার নিয়ম (System of NID Service/Account Registration)

অনলাইনে গুগলে এসে সার্চ করবেন https://services.nidw.gov.bd/nid-pub/ লিখে সার্চ করলে নির্বাচন কমিশন কর্তৃক ওয়েবসাইট টি সামনে চলে আসবে। ওয়েবসাইটটিতে ক্লিক করে ঢুকে একাউন্ট রেজিস্ট্রেশন অপশন থেকে স্টেপ বাই স্টেপ করতে পারবেন। এনআইডি একাউন্টে রেজিস্ট্রেশন করা থাকলে আপনি যে কোন কাজ যেমন ঠিকানা পরিবর্তন, নামের পরিবর্তন. কোন ভুলের তথ্যের পরিবর্তন আপনি নিজেই করতে পারবেন।

NID অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যা প্রয়োজন হবে (What will be required to register NID Service account)

স্বল্প কিছু ইনফরমেশন দিয়েই আপনি এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন। আপনি নিজেই ঘরে বসে একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন। নিচের তথ্যগুলো আপনার অবশ্যই থাকতে হবে।

১। জাতীয় পরিচয় পত্র নাম্বার বা ফর্ম নাম্বার
২। জন্ম তারিখ ও একটি সচল মোবাইল নাম্বার।
৩। একটি মোবাইল বা কম্পিউটার।
৪। QR code স্ক্যান ও ফেস ভেরিফিকেশনের জন্য একটি স্মার্ট মোবাইল ফোন।
৫। ইন্টারনেট কানেকশন

আরো জানুনঃ

  1. NID Server Copy বের করার নিয়ম।
  2. ভোটার নাম্বার দিয়ে নতুন ভোটার আইডি কার্ড চেক
  3. নতুন ভোটারের জন্য অনলাইনে আবেদন

NID অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ফুল প্রসেস (NID Service Account Registration Full Process)

নির্বাচন কমিশন কর্তৃক এনআইডি ওয়েবসাইট https://services.nidw.gov.bd/nid-pub/ টিতে প্রবেশ করে একাউন্ট রেজিস্টেশন অপশনটিতে ক্লিক করে এন আই ডি নম্বর বা ফরম নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচাটি পূরণ করে পরবর্তীতে বাটনে ক্লিক করুন। তারপরে আপনার কাছ থেকে আই একটি অস্থায়ী মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশনের জন্য পিন কোড পাঠানো হবে। পিন কোডটি দিয়ে ভেরিফাইড করে আপনার স্থায়ী ও অস্থায়ী ঠিকানা প্রদান করে ফেস ভেরিফিকেশনের জন্য একটি মোবাইল নিয়ে ফেসবুক ভেরিফিকেশন করুন। এরপর আপনার কাছে আপনার এন আই ডি প্রোফাইলে প্রবেশ করার জন্য পাসওয়ার্ড সেট করতে বলবে। আপনি পাসওয়ার্ড সেট না করে এড়িয়ে যেতে পারেন এবং সাথে সাথে আপনার প্রোফাইলটি চলে আসবে বা আপনার সামনে শো করবে। এভাবেই আপনার এনআইডি সার্ভিসের সকল সেবা এখান থেকে পেতে পারেন।

নিচে এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন কিভাবে করবেন তা চিত্রের মাধ্যমে তুলে ধরা হলোঃ

প্রথম ধাপঃ একাউন্ট রেজিস্ট্রেশন।

প্রথমে আপনি নির্বাচন কমিশনে ওয়েবসাইট https://services.nidw.gov.bd/nid-pub/ টিতে প্রবেশ করবেন এবং ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে একাউন্ট রেজিস্ট্রেশন, নতুন নিবন্ধনের আবেদন ও লগইন ইত্যাদি অনেক কিছু দেখতে পাবেন। এখান থেকে আপনি “রেজিস্ট্রেশন করুন” এ অপশনটিতে ক্লিক করুন।

nid service of nid registration

রেজিস্ট্রেশন করুন অপশন টিতে ক্লিক করার সাথে সাথে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে। নিচের ছবির দিকে লক্ষ্য করুন।

nid service photo 2

এখানে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বার অথবা ফর্ম নাম্বার দিয়ে দিন। জন্ম তারিখের ঘরে আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী যে জন্ম তারিখ আছে সে জন্ম তারিখটি দিয়ে দিন এবং নিচের ঘরে ক্যাপচাটি লিখে দিন সবকিছু সম্পন্ন হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করুন।

দ্বিতীয় ধাপঃ ঠিকানা প্রদান।

আপনার সবকিছু ঠিকঠাক থাকলে এবং জন্ম তারিখ ও ঠিকমতো থাকলে দ্বিতীয় ধাপে আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা টি দেয়ার জন্য একটি পেজ চলে আসবে।

nid service photo 3

এখান থেকে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করুন। মনে রাখবেন আপনি ভুল তথ্য প্রদান করলে তিনবার বা চারবার ট্রাই করলে আপনার একাউন্টে লক করে দিবে। এজন্য কোন রকম ভুল করা যাবে না।

তৃতীয় ধাপঃ মোবাইল নম্বর ভেরিফিকেশন।

এ পর্যায়ে আপনার আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা সঠিকভাবে থাকলে আপনাকে পরের স্টেপে নিয়ে আসবে।

nid service photo 4

এইখানে আপনি এনআইডি আবেদন করার সময় যে মোবাইলটি ব্যবহার করেছেন সেই নাম্বারটি চলে আসবে এবং ঐ নম্বরটিতে ওটিপি কোড পাঠাইতে পারবেন চাইলে মোবাইল নাম্বার পরিবর্তন করে ও নতুন নাম্বারে ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি পাঠাইতে পারেন।

nid service photo 5

আপনার মোবাইলে অবশ্যই 6 ডিজিটের একটি ওটিপি কোড পাঠাবে সেই কোডটি দিয়ে ভেরিফিকেশন করে বহাল বাটনে ক্লিক করুন।

চতুর্থ ধাপঃ QR Code স্ক্যান ও ফেস ভেরিফিকেশন।

এ পর্যায়ে আপনাকে একটি স্মার্টফোন দিয়ে ফেস ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করার আগে আপনার স্মার্টফোনে প্লে স্টোর থেকে Nid wallet নামের একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করা হলে অ্যাপস টি ইন্সটল করে ওপেন করুন। এরপর QR Code টি স্ক্যান করুন এরপর আপনার ফেসটি ডানে-বামে সোজা এবং চোখ বন্ধ করে ওপেন করে ফেসটি সম্পূর্ণ ভেরিফিকেশন দিয়ে দিন। ( মোবাইলের সেলফি ক্যামেরা দিয়ে কাজটি করুন)

পঞ্চম ধাপঃ পাসওয়ার্ড সেট করন।

আপনার ফেস ভেরিফিকেশন সঠিকভাবে হয়ে গেলে আপনাকে অবশ্যই এই রকম একটি পেজে নিয়ে আসবে।

nid service 6

এখানে আপনি চাইলে পাসওয়ার্ড সেট আপ করে রাখতে পারেন পরবর্তীতে আর কোন রেজিস্ট্রেশন করা লাগবে না, লগইন করলেই হবে। আর যদি না চান তাহলে এড়িয়ে যান বাটনে ক্লিক করো সামনের দিকে এগিয়ে যেতে পারেন।

আপনি যদি পাসওয়ার্ডটি সেভ করতে চান সেট পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করুন এবং এখানে নতুন একটি ইন্টারফেস চলে আসবে।

nid service 7

এখানে ইউজার নেম না দিলেও হবে চাইলে আপনি দিতেও পারেন। পাসওয়ার্ডটি খুব সহজ হলে হবে না একটু কঠিন পাসওয়ার্ড দিয়ে আপডেট লেখাটিতে ক্লিক করুন।

ষষ্ঠ ধাপঃ প্রোফাইল বা ড্যাশবোর্ড ।

আপনার সবকিছু ঠিকঠাক মত হয়ে গেলে এবার আপনি ফাইনালি আপনার প্রোফাইলটি দেখতে পাবেন।

nid service

এখান থেকে আপনি যে এসব কাজগুলো করতে পারেন।

১। আপনার প্রোফাইল টি সম্পূর্ণ দেখতে পারেন যেখানে আপনার এনআইডি কার্ডের সম্পূর্ণ ঠিকানা পিতা-মাতা ঠিকানা অন্যান্য ঠিকানা সবকিছু অন্তর্ভুক্ত আছে।
২। আপনার এন আইডি কার্ডটি হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে বা সংশোধনের জন্য আবেদন করতে পারেন এখান থেকে।
৩। আপনি চাইলে পাসওয়ার্ডটি আবারও পরিবর্তন করতে পারেন আপনার মনের মত।
৪। ও জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।

এছাড়াও প্রেফাইল অপশনটি থেকে আপনার ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য ও ঠিকানা দেখতে পাবেন।

আপনার যদি কার্ডটি হারিয়ে বা চুরি বা নষ্ট হয়ে যায় তাহলে রিইস্যু অপশন থেকে নতুন করে কার্ড পেতে পারেন। এর জন্য বাতিল এবং সম্পাদন করুন অপশনটিতে ক্লিক করে পরবর্তী স্টেপ বাই স্টেপ কাজটি করতে পারেন।

আপনি ভবিষ্যতে একাউন্টে লগইন করার জন্য পাসওয়ার্ডটি একটি ডাইরিতে সংরক্ষণ বা লিখে রেখে দিতে পারেন। তাহলে পরবর্তীতে আর নিবন্ধন করতে হবে না।
তখন আপনি সরাসরি এনআইডি সার্ভিস ওয়েবসাইটটিতে প্রবেশ করে লগইন করেই আপনার কাঙ্কিত সেবাটি নিতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here