আপনার ডিজিটাল জন্ম নিবন্ধনটি বা সনদটি হারিয়ে গেলে কোথায় থেকে বা কিভাবে তা আবার ফিরে পাবেন? জন্ম সনদ যেকোন ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । ডিডিটাল জন্ম সনদটি ফিরে পাওয়ার জন্য অনলাইনে জন্ম সনদ পুনমুদ্রন এর আবেদন করতে হবে।
আপনার জন্ম সনদ হারিয়ে গেলে কিভাবে হারিয়ে যাওয়া জন্মসনদটি পুনমুদ্রন এর আবেদন করবেন অথবা অনলাইন থেকে জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করবেন তা বিস্তারিত আলোচনা করা হবে।
আপনি ব্যক্তিগতভাবে হারিয়ে যাওয়া জন্ম সনদটি বা জন্ম নিবন্ধনটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন না। অনলাইন থেকে জন্ম নিবন্ধনের ভেরিফাইড কপি টি শুধু ডাউনলোড করতে পারবেন। ভেরিফাইড কপিটি দিয়ে আপনি সাময়িক কাজগুলো করতে পারবেন। তবে অরিজিনাল কপি পাওয়ার জন্য অবশ্যই জন্মা সনদের পূন মুদ্রণ আবেদনটি করতে হবে।
আপনার বয়স যদি ১৮ নিচে হয় তাহলে জন্ম সনদ অনেক গুরুত্বপূর্ণ। হারিয়ে যাওয়া জন্ম সনদটি খুঁজে পেতে খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করুন। এতে কোনরকম অবহেলা না করে দ্রুত এটা হাতে পাওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কিভাবে হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন ফিরে পাবেন?
জন্ম নিবন্ধন কি হারিয়ে গেলে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন মুদ্রণের একটি আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাকে জন্ম নিবন্ধন এর ওয়েবসাইট https://bdris.gov.bd এ প্রবেশ করে জন্ম নিবন্ধন পূর্ণ মুদ্রণ অপশনটিতে ওপেন করতে হবে বা ক্লিক করতে হবে। এখানে আপনার কাছ থেকে জন্ম নিবন্ধন নাম্বার ও জন্মতারিখ দিয়ে সার্চ করে অন্যান্য তথ্য পূরণ করে আবেদনটি সম্পন্ন করতে হবে।
আবেদন করার পরে উক্ত পূর্ণ মুদ্রণ আবেদনটির ফি পরিশোধ করতে হবে ও আবেদন কপিটি প্রিন্ট করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা কিংবা কাউন্সিলর এর কার্যালয়ে সরাসরি গিয়ে জমা দিতে হবে। তারা নির্দিষ্ট তারিখ বলে দেয়ার পরে আপনি সেই তারিখ মোতাবেক গিয়ে জন্ম নিবন্ধনটি নিতে পারবেন।
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে আপনার যেসব করণীয়ঃ
জন্ম নিবন্ধন টি হারিয়ে গেলে আপনি চিন্তিত হবেন না আপনি সরাসরি জন্ম নিবন্ধনের ওয়েবসাইট https://bdris.gov.bd/dr/reprint/add এই লিংকে ক্লিক করুন। এখানে আপনার জন্ম নিবন্ধনের ১৭ ডিজিটের নাম্বার ও জন্ম তারিখটি লিখে ক্যাপচা করতে দিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করে কোন মুদ্রণের জন্য আবেদন করুন।
যদি আপনি বিদেশ থেকে আবেদন করে থাকেন তাহলে আপনার সেখানে নিকটস্থ এম্বাসিতে গিয়ে আবেদন করতে হবে।
জন্ম নিবন্ধন পূর্ণ মুদ্রণ এর আবেদন ছবিসহ দেখানো হলোঃ
প্রথম ধাপঃ ওয়েবসাইট প্রবেশ ।
নিচে দেয়া লিঙ্কে সরাসরি ভিজিট করলে জন্ম নিবন্ধন আবেদনের একটি ওয়েব পেজ সামনে আসবে এখানে আপনার কাছ থেকে 17 ডিজিটের নাম্বার জন্ম তারিখ ও ক্যাপচার পূরণ করে অনুসন্ধান করার জন্য বলবে।
অনুসন্ধান বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার জন্ম তারিখ নাম পিতার নাম মাতার নাম সামনে চলে আসবে । এখান থেকে নির্বাচন করুন অপশনটিতে ক্লিক করে পরের ধাপে চলে যাবেন।
Website link: https://bdris.gov.bd/dr/reprint/add
দ্বিতীয় ধাপঃ
এখানে আপনার কাঙ্ক্ষিত নিবন্ধক এর কার্যালয় ঠিকানা অর্থাৎ আপনি যেখান থেকে নিবন্ধনটি নিতে চান বা যেখানে আগে এপ্লাই করা হয়েছে সে এলাকার ঠিকানাটা অবশ্যই দিতে হবে তো এখানে আপনার কাছ থেকে বিভাগ এবং কোন অফিস সেটি দিয়ে এবং আবেদনকারী তথ্য দিয়ে নিশ্চিত করুন।
তৃতীয় ধাপঃ
মোবাইল নাম্বারে একটি ও ওটুপি ভেরিফিকেশন নাম্বার যাবে অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠাবে পাসওয়ার্ডটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।
এ পর্যায়ে আবেদনটি সাবমিট হয়ে গেলে আপনার কাঙ্খিত আবেদন পত্রটি প্রিন্ট করেন এবং এক থেকে সাত দিনের ভিতরে কাগজটি আপনার কাঙ্ক্ষিত ইউনিয়ন কিংবা পৌরসভা কিংবা কাউন্সিলরের কার্যালয়ে জমা দিয়ে দিন।
এখানে আপনি যদি আবেদন পত্রটি প্রিন্ট সাথে সাথে না করতে পারেন আবেদন পত্রটি পিডিএফ সেভ করে নিতে পারেন।
কিভাবে হারিয়ে যাওয়ার জন্ম নিবন্ধন নাম্বার খুঁজে বের করবেন?
কয়েকটা পদ্ধতি অনুসরণ করেই আপনার হারিয়ে যাওয়ার জন্ম নিবন্ধনের নাম্বারটি খুঁজে বের করতে পারবেন ।
১। জন্ম নিবন্ধন কার্যালয় থেকে অর্থাৎ ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন।
২। ন্যাশনাল এনআইডি রেজিস্ট্রেশন একাউন্ট থেকে
জন্ম নিবন্ধন কার্যালয়ঃ
যেখানে আপনি জন্ম নিবন্ধন আবেদন করিয়াছেন অর্থাৎ আপনার কাঙ্খিত ইউনিয়ন পরিষদের কাছে প্রয়োজনীয় ডাটা গুলো বা আপনার জন্ম নিবন্ধনটি সম্পূর্ণ ডাটা সেভ অর্থাৎ সংরক্ষণ থাকে সেখান থেকে আপনার নাম পিতার নাম মাতার নাম অনুসারে আপনাকে জন্ম নিবন্ধনটি পুনরায় বের করে নিতে পারবেন।
ভোটার আইডি রেজিস্ট্রেশনঃ
ভোটার আইডি রেজিস্ট্রেশন করার সময় জন্ম নিবন্ধন নাম্বারটি ব্যবহার করা হয়ে থাকে। এ জন্ম নিবন্ধন নাম্বারটি এনআইডি রেজিস্ট্রেশন অর্থাৎ এই ওয়েবসাইটটির মাধ্যমে রেজিস্ট্রেশন করলে আপনি পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন করার লিংকঃ https://birthcertificateonline.net/how-to-registration-nid-service-account/
Faq.
১। কিভাবে হারিয়ে যাওয়ার জন্ম নিবন্ধনটি বের করব?
উত্তর: হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধনটি পুনরায় পেতে হলে https://bdris.gov.bd ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধন পুনরুদ্ধনের আবেদনটি করতে হবে।
২। আবেদন লিঙ্ক কোথায় পাওয়া যাবে?
উত্তর: জন্ম নিবন্ধন কোন মুদ্রণ সরাসরি আবেদন https://bdris.gov.bd/dr/reprint/add লিংকে ক্লিক করুন।